সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চলে আসে সাতকানিয়া চৌকি আদালতে।ফলে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া লোহাগাড়ার এই জনপদের মানুষের দীর্ঘদিনের দাবী পূরন হয়েছে স্বাধীনতার ৫৪বছর পর।
বৃহস্পতিবার (৮ই জানুয়ারী)সন্ধ্যায় আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের বিচার শাখা-৪ এর সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানান।
এই বিষয়ে সাতকানিয়া আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি আইনজীবি হাফিজুল ইসলাম(মানিক) চট্টগ্রাম সংবাদকে বলেন, আজকের এই খুশির দিনে চট্টগ্রাম দক্ষিন জনপদের অবহেলিত সাতকানিয়া লোহাগাড়ার মানুষের নয়নমনি মাননীয় ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ স্যার ও আইন উপদেষ্টা আসিফ নজরুল, মাননীয় জেলা ও দায়রা জজ হেমায়েত উদদীন, প্রফেসর সাঈদ আহসান খালিদ,ও যুগ্ন জেলা ও দায়রা জজ মো: সিরাজ স্যারের প্রতি আমরা সাতকানিয়া আইনজীবী সমিতি কৃতজ্ঞ।
এদিকে সাতকানিয়া আদালতের সরকারি আইনজীবি (জিপি) এডভোকেট রাশেদুল ইসলাম বলেন চট্টগ্রাম সংবাদকে বলেন -এই আদালত আরো আগে আসার প্রয়োজন ছিলো এই এলাকার হাজার হাজার মানুষের কষ্টের কথা চিন্তা করে কিন্তু বিগত স্বৈরাচার সরকার সেটা করেননি।
ফলে দেরীতে হলেও আমরা যখন সাতকানিয়া আইনজীবী সমিতিতে আসছি আমরা মাননীয় ধর্ম উপদেষ্টার ঐকান্তিক প্রচেষ্টায় এবং মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সার্বিক সহযোগিতায় এবং বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিদের অক্লান্ত শ্রমের বিনিময়ে সাতকানিয়া লোহাগাড়ার জনগণ এই দুই উপজেলার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তাদের উঠোনেই পেয়েছে এবং কষ্ট লাঘব হয়েছে।
এদিকে সাতকানিয়া চৌকি আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট শাহাদাত হোসাইন হিরু বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এখন সাতকানিয়া সদরে অতএব সাতকানিয়া -লোহাগাড়া দীর্ঘ দিনের এই জনপদে দাবী পূরণ হয়েছে।
তিনি আরো বলেন, আমরা সাতকানিয়া আইনজীবী সমিতির পক্ষ থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।