মহেশপুরে সন্ত্রাসী হামলায় ১টি পরিবার অবরুদ্ধ, আহত ৬ জন

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এক ভূমি দস্যুর সন্ত্রাসী হামলায় ছয়জন আহত হয়। ১৪ই এপ্রিল উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের মানিকদিহি গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে পরিবারটি অবরুদ্ধ হয়ে আছে।
মানিকদিহি গ্রামের মকছেদ মন্ডলের ছেলে অসহায় জামাল হোসেনের পরিবারকে ভিটে থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে একই গ্রামের নছরউদ্দিনের ছেলে ভূমি দস্যু নজরুল সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের উপর হমালা চালায়। ভিকটিম জামাল হোসেন মহেশপুর প্রেসক্লাবে এসে কান্নাজড়িত কণ্ঠে জানায়, আমাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত ভিটাবাড়ি দীর্ঘদিন যাবৎ দখল করার জন্য ভূমি দস্যু নজরুল পায়তারা চালাচ্ছে। ভুক্তভোগী জামাল হোসেন এ ব্যাপারে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেন। গত একমাস পার হলেও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে ভূমি সদ্যু নজরুল ও তার সন্ত্রাসী বাহিনীরা। এলাকাবাসী জানিয়েছে, নজরুলের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে। বিএনপির সময় তৎকালীন এমপি’র ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় ব্যাপক নির্যাতন চালিয়েছে। বর্তমানে টাকার জোরে আওয়ামীলীগ নেতারদের হাত ধরে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সে এলাকায় দম্ভোক্তি করে থানা পুলিশ, সাংবাদিক তার কাছে কিছু না। সব ম্যানজ করে নেব। ১৪ই এপ্রিল দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মহিলাসহ ঐ পরিবারের ৬জনকে গুরুতরভাবে আহত করে। বর্তমানে ভূমি দস্যু নজরুল বাহিনীর ভয়ে পরিবারটি অবরুদ্ধ হয়ে আছে। সন্ত্রাসীরা আল্টিমেটাম দিয়েছে বাইরে বের হলে পরিবারের সকলকে কুপিয়ে হত্যা করা হবে। আম্পানে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি সন্ত্রাসীদের ভয়ে নির্মান করতে পারছেনা। তারা এখন গোয়াল ঘরে ও ছাগল ঘরে ছোট ছোট শিশু বাচ্চা নিয়ে বসবাস করছে। ভিকটিম পরিবার নজরুলের হাত থেকে বাঁচার জন্য প্রধানমন্ত্রীর হাস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.