সাতকানিয়া সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় সাংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালানোর সময় নৌকা ডুবে শ্রমিক কল্যান ফেডারেশনের ৪ নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার আমিলাইষ ইউনিয়নের আদর্শ দাখিল মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় আহত সবাইকে সাতকানিয়া কেরানিহাট একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- আবদুর রহমান(৫০), আবদুল মোমেন (৩৫), মোহাম্মদ মনির(৩৫), খোরশেদ আলম(৩২)।
আমিলাইষ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি শহিদুল আলম আনসারী বলেন, শনিবার বিকেলে ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের জেলে পাড়া এলাকায় নৌকা যোগে প্রচারণার জন্য যাওয়ার সময় ইউনিয়নের আদর্শ মাদ্রাসা এলাকায় নৌকাটির ভারসাম্য নষ্ট হয়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে এতে আমাদের ৪ জন নেতাকার্মী গুরুতর আহত হয়। আমরা একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা দিচ্ছি।
নৌকা ডুবির খবর পেয়ে দ্রুত হাসপাতালে দেখতে ছুঁটে যান চট্টগ্রাম-১৫ সাংসদীয় আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী।