নতুন পাঁচ মামলায় গ্রেফতার হেফাজতের ৩ প্রভাবশালী নেতা
নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় তিন প্রভাবশালী নেতাকে নতুন করে পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়েরকৃত এসব মামলায় সেখানকার পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের গ্রেফতার দেখানো হয়।
আজ বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের ভার্চুয়াল আদালত শুনানি শেষে তাদের শ্যোন এরেস্ট দেখানোর এ আদেশ দেন।
এর আগে হাটহাজারী থানা পুলিশ আদালতের কাছে হেফাজতের তিন নেতাকে হাটহাজারীতে দায়ের করা ৫টি মামলায় শ্যোন এরেস্ট দেখানোর আবেদন করে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে হেফাজতের কর্মীরা চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া এবং রাজধানী ঢাকায় জ্বালাও পোড়াওসহ তাণ্ডব চালায়। এ ঘটনায় হাটহাজারী থানায় পাঁচটি মামলা হয়েছে। মামলাগুলো জেলা পুলিশের পাশাপাশি পিবিআই এবং সিআইডিও তদন্ত করছে।