খাগড়াছড়িতে নানা আয়োজনে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

“সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ১৮ বছর” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে নানা আয়োজনে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

২২ মে (শনিবার) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, দোয়ার মাধ্যমে দিবসটি উদযাপন কর্মসূচি শুরু করে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ৷

পরে দুপুরে সংগঠনটির ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মিন্টু কুমার দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবেশ বরন ত্রিপুরার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক (প্রস্তাবিত) চন্দন কুমার দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক (প্রস্তাবিত) নুরুল আজম, সদস্য (প্রস্তাবিত) শামীম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ পাটোয়ারী,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহার, জেলা কৃষকলীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক খোকন চাকমা, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল প্রমূখ।

মন্তব্য করুন

Your email address will not be published.