সাতকানিয়ায় ওজানে ওঠে আসা কৈ মাছ ধরতে গিয়ে মোহাম্মদ শোয়াইব ১৮ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা।
শোয়াইব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড চরপাড়া বাদামতল এলাকার রুনু মুন্সি চৌধুরী বাড়ির জহিরুল ইসলামের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের লোকজনের লিখিত আবেদনে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।