চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন মহোদয়ের নেতৃত্বে চাঁদপুর এর হাজীগঞ্জ উপজেলায় একটি বিষেশ অভিযান পরিচালিত হয়।
সোমবার অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ৫ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ১৩ হাজিার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টানানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়।
স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার এসআই ইউনুছ ও সঙ্গীয় ফোর্স ।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।