সাতকানিয়া প্রতিনিধি
উপজেলার চরতি ইউনিয়নের বাশঁখালী সীমান্ত এলাকার পাহাড়ের সুঁইপুরা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সৈয়দুল হক। তিনি কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পের আব্দুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ মে) সকালে মরদেহ দেখতে পেয়ে প্রশাসনকে ফোন দিলে তার মরদেহ উদ্ধার করেন।
চরতি ইউপি চেয়ারম্যান ডা.রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহমুদুল হক বাবুল নামে এক বাগান মালিকের শ্রমিক হিসেবে ওই রোহিঙ্গা যুবক কাজ করতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রোহিঙ্গা যুবকের মরদেহটি উদ্ধার করেছি। তদন্ত করার সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’