হেফাজত নেতা আমিনুল হাটহাজারীতে আটক
নিজস্ব প্রতিবেদক : জেলা গোয়েন্দা পুলিশ চট্টগ্রামের হাটহাজারীতে এক হেফাজতে ইসলামের নেতাকে আটক করেছে। আটককৃতের নাম আমিনুল ইসলাম। তিনি পৌরসভা হেফাজত ইসলামের দাওয়াহবিষয়ক সম্পাদক।
গত বুধবার দিবাগত রাতে ফটিকছড়ির রায়পুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী।
তিনি বলেন, বুধবার দিবাগত রাতে ফটিকছড়ির রায়পুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাটহাজারীতে ২৬ থেকে ২৮ মার্চ যে সহিংসতার ঘটনা ঘটেছে, তাতে আমিনুল ইসলাম জড়িত। সহিংসতার ঘটনায় করা হাটহাজারী থানার সবগুলো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে হাটহাজারীতে তাণ্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা। এই ঘটনায় হাটহাজারী থানায় ১০টি মামলা করা হয়েছে।