ডবলমুরিং-এ আবুল খায়ের গ্রুপের টোব্যাকোর ডিলারের গোডাউনে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক : ডবলমুরিং থানার অদূরে পোস্তারপাড় জামে মসজিদের সামনে খাজা ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। খাজা ট্রেডার্স আবুল খায়ের গ্রুপের টোব্যাকোর নাসিরাবাদ ও পাহাড়তলী এলাকার ডিলার।

আজ বৃহস্পতিবার ভোরে খাজা ট্রেডার্সের স্টোর কিপার শাহ আলমকে মারধর করে ১০১ কার্টন সিগারেট লুট করে ডাকাতরা।

বিষয়টি নিশ্চিত করেন খাজা ট্রেডার্সের মালিক এম এম হোসাইন পারভেজ।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে ১০-১২ জন ডাকাত আমার গুদামের তালা ভেঙে মালামাল নিয়ে যায়। গুদামের তালা ভাঙার শব্দে আমাদের স্টোরকিপার শাহ আলম বেরিয়ে এলে তাকে অস্ত্র দিয়ে আঘাত করে। ডাকাতদল ১০১ কার্টন সিগারেট গিয়ে গেছে, যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

ডবলমুরিং থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে খাজা ট্রেডার্সের গোডাউনের তালা ভাঙার দৃশ্য দেখে প্রতিবেশী সরোয়ার উদ্দিন এগিয়ে আসতে চাইলে ডাকাতরা তাকে গুলির ভয় দেখায়। তিনি খাজা ট্রেডার্সের মালিক পারভেজকে বিষয়টি জানালে পারভেজ পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

বাধা দিতে গেলে ডাকাতরা স্টোর কিপার শাহ আলমকে অস্ত্র দিয়ে আঘাত করে বসিয়ে রেখে তার সামনেই মালামাল লুট করে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) মাহমুদুল হাসান মামুন বলেন, ভোরে আবুল খায়ের গ্রুপের ডিলার খাজা ট্রেডার্সের তালা ভেঙে ও স্টোর কিপারকে মেরে মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি।

মন্তব্য করুন

Your email address will not be published.