রাজারগাঁওয়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কমিটি গঠন

চাঁদপুর প্রতিনিধি :

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি (অঙ্গ) যুবক পরিষদের ১ নং রাজারগাঁও উত্তর ইউনিয়ন ইউনিয়নের ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল কুটুমবাড়ি রেস্টুরেন্ট এ ১ বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. লিটন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রানা খানের স্বাক্ষরিত সংগঠনের নিজস্ব ফেডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। যারা কমিটিতে স্থান পেয়েছেন তারা হলেন – শাহজাহান প্রধানিয়া সভাপতি ,মোঃ রিপন মিজি সহ-সভাপতি, ডাক্তার সুকুমার সাধারণ সম্পাদক, মো. নাসির মুন্সি যুগ্মসাধারণ সম্পাদক, মো. মুসা গাজীর সাংগঠনিক সম্পাদক ,মো. শিপন প্রধানিয়া দপ্তর সম্পাদক, মোহাম্মদ আনাস মিজি প্রচার সম্পাদক, মো.হামজালা প্রধানিয়া অর্থ সম্পাদক, মো. আলাউদ্দিন ক্রীড়া সম্পাদক ,মো. আলমগীর কাজী সদস্য, মো. কাওছার মুন্সি সদস্য। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য হাজীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোছা. ফেরদৌসী আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি অঙ্গ যুব কেন্দ্রীয় কমিটির তথ্য ও গণসংযোগ বিষয়ক সম্পাদক আবুল হাসনাত জুয়েল, সজীব ওয়াজেদ জয় পরিষদ এর চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মইনুল ইসলাম আখন্দ, চাঁদপুর জেলা প্রচার সম্পাদক মোঃ আব্দুল আউয়াল এবং হাজীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক জসিম পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.