পতেঙ্গায় গাড়ির ধাক্কায় সাতকানিয়ার বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের পতেঙ্গায় গাড়ির ধাক্কায় আব্দুল মাবুদ (৫০) নিহত হয়েছেন। রবিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে গত ২২ মে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চমেকে ভর্তি হন তিনি।

আব্দুল মাবুদের বাড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার হাফেজ আব্দুল মালেক বাড়ির কালু মিয়ার ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া সিভয়েসকে বলেন, পতেঙ্গায় বিমান বাহিনীর একটি গাড়ির ধাক্কায় আব্দুল মাবুদসহ দুজন গুরুতর আহত হন। পরে বিমান বাহিনীর সদস্যরা হাসপাতালে ভর্তি করান। রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি সাতকানিয়ায়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.