পটিয়ায় নোংরা পরিবেশে খাবার তৈরি, জরিমানা

চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) নিলুফার ইয়াছমিন এ অভিযান পরিচালনা করেন।

এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির করার অপরাধে পৌরসদরের বৈলতলী রোড এলাকার সোনিয়া বেকারিকে ৫ হাজার টাকা, বাস স্টেশন এলাকার জলিল হোটেলকে ২ হাজার টাকা এবং একই এলাকার নিরিবিলি হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) নিলুফার ইয়াছমিন বলেন, অভিযানে দেখা যায় বেকারি ও হোটেলগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রি করে আসছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.