কর্ণফুলীতে নিখোঁজ হওয়া তরুণের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিসের ডুবুরির দল চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ইমন দাশের (১৮) মরদেহ উদ্ধার করেছে ।
আজ সোমবার (৩১ মে) সকালে শিলক ইউনিয়নের পুরাতন পরিষদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইমন দাশ ওই এলাকার ব্রাহ্মণপাড়া গ্রামের রতন দাশের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শফিকুল ইসলাম বলেন, ‘গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ইমন দাশ। পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে দিনভর উদ্ধার অভিযান চালিয়েও তরুণের খোঁজ পায় নি। পরে আজ (সোমবার) সকালে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিলক ইউনিয়নের পুরাতন পরিষদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।