চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা মঙ্গলবার দুপুরে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মোহাম্মদুল হক।
অতি সম্প্রতি কমিটির সদস্য নুরুল আবছারের মৃত্যুতে শোক প্রস্তাবের মাধ্যমে সভায় বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, এনজিও প্রতিনিধি মোহাম্মদ নোমান, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মহিউদ্দিন প্রমুখ।
সভায় হাসপাতালের নিরাপত্তা, পরিচ্ছন্নতাসহ কয়েকটি চাহিদা পূরণে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে জাফর আলম এমপি বলেন, ডেপুটেশনে যাওয়া ও শূন্যপদে চিকিৎসকসহ জনবল এনে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ঢাকায় গিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো।