ইয়াবার বড় চালান আটক লোহাগাড়ায়

 

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ পাচারকারীকে আটক করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

আটককৃত মো. রাসেল মুন্সী (২৭) কুমিল্লা সদর দক্ষিণ খলিলপুর বাজার ৩ নং ওয়ার্ড এলাকার ইমাম হোসেনের ছেলে।

মঙ্গলবার (১ জুন) আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা রুজু করে সকালে আদালতে সোপর্দ করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই মো: সামছুদ্দেৌহা সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, গত ৩১মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমূখি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচার কাজে জড়িত থাকায় ড্রাইভারকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, পুলিশের চলমান অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়। চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.