লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ পাচারকারীকে আটক করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
আটককৃত মো. রাসেল মুন্সী (২৭) কুমিল্লা সদর দক্ষিণ খলিলপুর বাজার ৩ নং ওয়ার্ড এলাকার ইমাম হোসেনের ছেলে।
মঙ্গলবার (১ জুন) আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা রুজু করে সকালে আদালতে সোপর্দ করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই মো: সামছুদ্দেৌহা সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, গত ৩১মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমূখি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচার কাজে জড়িত থাকায় ড্রাইভারকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, পুলিশের চলমান অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়। চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।