ব্যবসায়ীর তালিকায় বিজরী

শোবিজ অঙ্গনের অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি ব্যকবসায় নাম লিখিয়েছেন। তাদের মধ্যে কেউ খুলেছেন রেস্তোরাঁ, কেউবা বুটিক হাউস, কেউবা দিয়েছেন পার্লার-জিমনেশিয়াম। এ তালিকায় রয়েছেন, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সুজানা জাফর, মোশাররফ করিম-জুঁই, অহনা প্রমুখ। এবার এ তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ।

তবে অন্যদের মতো এত বড় পরিসরে ব্যপবসা শুরু করেননি বিজরী। বরং অনেকটা সময় কাটানোর জন্য অনলাইনে শাড়ি বিক্রি শুরু করেছেন তিনি। এ অভিনেত্রী বলেন, ‘সত্যি কার অর্থে সেরকম কিছু নয়। আমি আর বন্ধু মিলে ‘মাই ক্লোসেস্ট স্টোরিস’ নামে একটি শাড়ির পেজ খুলেছি। এটি ছোট পরিসরে শুরু করেছি। ভালোলাগা থেকে চালু করা। মনে হচ্ছিল, মন পরিবর্তনের জন্য এ ধরনের কিছু নিয়ে ব্যস্ত থাকা দরকার। করোনার কারণে শুটিং কম থাকায় এ সিদ্ধান্ত নিয়েছি। আমি শাড়ি পরতে পছন্দ করি। এখান থেকে বেশি শাড়ি আমি নিজেই কিনেছি। ভালো সময় কাটছে।’

অভিনয়ে খুব বেশি সরব নন, বিজরী বরকতুল্লাহ। বর্তমানে ‘এখানে কেউ থাকে না’ শিরোনামে একটি ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যেস্ত সময় পার করছেন বিজরী। দাম্পত্য জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনি। এটি পরিচালনা করছেন অনিমেষ আইচ।
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেও প্রশংসা কুড়িয়েছেন বিজরী। ‘যা কিছু প্রথম’, ‘মুখ ও মুখরতা’সহ বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। জুতসই অনুষ্ঠান পেলে আবারো উপস্থাপনা করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

Your email address will not be published.