খাগড়াছড়ি প্রতিনিধি: “জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ” শ্লোগানে উন্নয়নমুখী, সম্ভাবনা ও সমৃদ্ধির বাজেট প্রণয়ন করায় গনতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ।
৫ জুন (শনিবার) সকালে জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার নেতৃত্বে আনন্দ মিছিলে অংশ নেয় শত শত ছাত্রলীগের নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, জেলা মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক দেবেশ বরন ত্রিপুরা প্রমূখ।
উবিক মোহন ত্রিপুরা জানান,”জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ” স্লোগানে যে বাজেট দেওয়া হয়েছে, তা উন্নয়ন ও জনবান্ধব। এই বাজেটকে স্বাগত জানাই।