পাহাড়ের নিচ থেকে সরতে সাতকানিয়ায় পুলিশের নির্দেশনা

সাতকানিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে পাহাড়ের পাদদেশে বা নদীর পাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে সাতকানিয়া থানা পুলিশ।

রবিবার সন্ধ্যায় সাতকানিয়া থানার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেনের বরাতে এ নির্দেশনা দেওয়া হয়।

ওই নির্দেশনাটি হুবুহু তুলে ধরা হলো, ‘ সাতকানিয়া থানাধীন সম্মানিত এলাকা বাসীর দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে যে, অতি ভারী বর্ষনের কারণে যে কোন সময় আপনাদের এলাকায় পাহাড় ধস কিংবা অনুরূপ দূর্ঘটনা ঘটতে পারে। এতে প্রাণহানীর আশংকা করা যায়। এই কারণে আপনারা যারা পাহাড়ের পাদদেশে, নদীর পাড়ে কিংবা ঝুকিপূর্ণ স্থানে বসবাস করেছেন, তাদের জান-মাল রক্ষার্থে অনতিবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হলো এবং সকল ইউপি চেয়ারম্যানদের নিজ নিজ এলাকায় সহায়তা ও সদয় দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হল।

অনুরোধক্রমে
অফিসার ইনচার্জ
সাতকানিয়া থানা, চট্টগ্রাম।’

মন্তব্য করুন

Your email address will not be published.