চট্টগ্রামের আকবরশাহ থানাধীন রেলওয়ে হাউজিং সোসাইটি কাঁচাবাজার এলাকায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ নুরুল আলম (৩৫), তার স্ত্রীর বড় বোন রোকসানা বেগম ও শ্যালক মো. সুজন প্রকাশ হৃদয় (৩৫), সহযোগি আবদুর রহমান (২৭) ও আবদুল জব্বার (৩০)।
শনিবার রাতে রেলওয়ে হাউজিং সোসাইটি কাঁচাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, রেলওয়ে হাউজিং সোসাইটির কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নুরুল আলমের কাছ থেকে দুইশ পিস ইয়াবা ও আলমের স্ত্রীর বড় বোন রোকসানা বেগমের কাছ থেকে আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে রোকসানার ভাই সুজন, আবদুর রহমান ও জব্বারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া আবদুর রহমান আকবরশাহ থানার একটি হত্যা মামলার আসামি বলে জানান ওসি জহির হোসেন।