স্বাস্থ্যবিধি মেনে অনেকে কাজে ফিরেছেন । কেউবা দীর্ঘসময় নিয়ে কাজ করছেন। তবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে সেভাবে বাসার বাইরে পাওয়া যায়নি।
ঢালিউডের এই তারকা জানালেন, এটা হওয়ার কারণ লকডাউন। আরও একটি কারণে বাসার বাইরে পা দিচ্ছেন না। আর সেটা হলো পরীক্ষা।
ফারিয়া ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে পড়ছেন। চলছে তার চূড়ান্ত বর্ষের চূড়ান্ত পরীক্ষা।
যা গত মাস থেকে শুরু হয়েছে। আর এ দফার শেষ হচ্ছে আজ (৭ জুন)।
ফারিয়া বললেন, ‘করোনা কারণে গত বছর থেকে পড়াশোনার জন্য বেশ সময় পাচ্ছি। এবারও তাই হয়েছে। এখন আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। আগামী অক্টোবরে আরও দুটি পরীক্ষা দিলেই পড়াশোনার পর্বটা আপাতত শেষ হবে।’
জানালেন, আগামী ১৫ জুন থেকে আবারও কাজে ফিরছেন তিনি। এদিন একটি টিভিসির শুটিংয়ে অংশ নেবেন।
বড় পর্দায় ফারিয়া অভিনীত সর্বশেষ ছবি ‘শাহেনশাহ’ মুক্তি পায় গত বছরের ৬ মার্চ। আর শিহাব শাহীনের ‘যদি…কিন্তু…তবুও’ ওয়েব ফিল্ম আসে গত ১ এপ্রিল। এরপর থেকে একেবারেই ঘরেই আছেন ফারিয়া। বেশ কিছু দিন ছিলেন ময়মনসিংহে নিজেদের ফার্মহাউজে। এরপর ঢাকায় ফিরেছেন। আপাতত তার ব্যস্ততা পড়াশোনা আর শরীরচর্চা নিয়ে।