খাগরিয়ায় হামলার জেরের ঘটনার আসামী অবশেষে গ্রেফতার

 

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া উপজেলার খাগরিয়ার ১নং ওয়ার্ডের ঘটনায় গত ৫ই জুন চট্টগ্রাম চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সেরেন্ডার করতে গেলে ইদ্রিস ও ইউনুস  নামে ২জন গ্রেফতার হন বলে নিশ্চিত করেন মামলার বাদী তৌহিদুল আলম।

 

সেরেন্ডার করতে গিয়ে আটককৃত আসামী

 

 

স্থানীয় সুত্রে জানা যায়,
সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, চরখাগরিয়া ১নং ওয়ার্ডস্থ মৃত তোফায়েল আহম্মদের ছেলে তৌহিদুল আলম (৪০) কে একই এলাকার মৃদ জালাল আহম্মদ এর ছেলে ইউনুছ মেম্বার (৬০), মো. ইদ্রিস (৪৫), মো: সিরাজ ও একই এলাকার মনোয়ার হোসেন (৪৮), জয়নাল আবেদীন (৫০), আবুল কাশেম সহ অজ্ঞাত নামা আরও পাচঁ ছয়জন লোক শনিবার দা, কিরিচ সহ ধারাঁলো অস্ত্র নিয়ে তৌহিদুল ইসলামকে মারধরসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন।
আরো জানা যায় এর আগেও গত ফেব্রুআরি মাসের ২৬ তারিখে অভিযুক্তরা তাকে হুমকি সহ চাঁদা দাবি করেন। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছিল।

এবিষয়ে বাদী তৌহিদুল বলেন, আমি সাতকানিয়া থানায় মামলা করেছি আর সেই মামলায় ইদ্রিস আটক হয়েছে সেরেন্ডার করতে এসে।

আমি অপরাপর আসামীদেরও গ্রেফতারের আশা করি।

আমাকে হামলাকারী ইউনুস আর তার ভাই ইদ্রিস কুখ্যাত বিএনপি ক্যাডার।

আমি তাদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.