নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকায় মুক্তিযোদ্ধার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবী ও হত্যার হুমকির অভিযোগে ৭ মে সোমবার চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। যার নং সি আর ৬৭৭/২০২১।
মামলার এজাহার থেকে জানা যায়, নাছির উদ্দিন সহ ৫জনকে আসামি করা হয়েছে। বিচারক বিষয়টি আমলে নিয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলমকে তদন্তের দায়িত্ব প্রদান করেছেন।
মামলার বাদী মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ জানান, গত ৩জুন বিকাল ৫টার দিকে হারবাং বাজার পাড়ার কবির আহমদের ছেলে মোঃ নাছির উদ্দিন ৪-৫ জন সন্ত্রাসী নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান হারবাং স্টেশনের সেনেটারী কারখানায় গিয়ে চাঁদা দাবী করেন। এসময় তারা ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত চাঁদা না দিলে হত্যার হুমকি দেন।
তিনি আরো দাবী করেন, এই সেনেটারী ব্যবসা পরিচালনা করে তিনি জীবিকা নির্বাহ করেন। এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে তিনি এখন হুমকিতে আছেন।
চকরিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ বাদী হয়ে চকরিয়া আদালতে একটি সি আর মামলা করেছেন। বিচারক মামলাটি তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন । আমি ঘটনাটি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করব অত্র আদালতের কাছে।