নিশোর প্রেমে মেহেজাবীন

বিলকিছ ও মুকুল পাশাপাশি দুটি ফ্ল্যাটের গৃহপরিচারিকা ও গাড়ির ড্রাইভার। তারা সবসময় এটা-সেটা চুরি করেন, কাজে ফাঁকি দেন এবং মিথ্যাও বলেন। তবে চুরি করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়!

রুবেল হাসান বলেন, ‘গল্পের শুরুটা মিথ্যা আর চুরি দিয়ে হলেও শেষে সেটি মানবিক একটি প্রেমের গল্পে রূপ নেয়। গল্পটি ব্যতিক্রম, নিশো ভাই আর মেহজাবীন আপু অসাধারণ অভিনয় করেছেন। একেবারে চরিত্র দুটির সঙ্গে তারা মিশে গেছেন। আশা করছি দর্শকরা কাজটি দেখে মুগ্ধ হবেন। পাবেন অন্য এক বার্তা। ’

এমনই গল্পে পর্দায় ড্রাইভার মুকুল চরিত্রে দেখা যাবে অভিনেতা আফরান নিশোকে এবং গৃহপরিচারিকা বিলকিছ রূপে মেহেজাবীন চৌধুরীকে। এই ভিন্ন দুইটি চরিত্রকে মুখ্য করে সম্প্রতি ‘ঘটনা সত্য’ নামের বিশেষ নাটক নির্মাণ করেছেন রুবেল হাসান। মঈনুল সানুর চিত্রনাট্যে এটি নির্মিত হয়েছে সিএমভি’র ব্যানারে।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ঘটনা সত্য’ শিগগিরই উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

মন্তব্য করুন

Your email address will not be published.