কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ জুন) দুপুর ১২ টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার নাফনদী পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের মৃত্যু হতে পারে ধারণা করছে পুলিশ। সে হিসেবে তারা রোহিঙ্গা শরণার্থী বলা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এলাকাবাসি থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। স্থানীয়দের তথ্যমতে ধারণা করা হচ্ছে তারা রোহিঙ্গা। হয়তো মিয়ানমার থেকে ভেলায় করে বাংলাদেশে প্রবেশের সময় কোন এক দুর্ঘটনায় তাদের মৃত্যু হতে পারে। বিষয়টি আমরা তদন্ত করছি।