সাতকানিয়ার কালিয়াইশের কৃতি সন্তান ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ডিন অফিসের স্টাফ এনামুল হক সিকদারের নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মাস্টার হাট বাজার প্রাঙ্গণে মোঃ সামশুল ইসলাম বাবলু ও আবদুল আজিজ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ নুরুল আলম ও মরহুম এনামুল হকের স্মৃতিচারণ করেন বাল্যবন্ধু মোঃ সামশুল ইসলাম বাবলু।
মরহুম এনামুল হক সিকদারের বড় ভাই ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার মাহমুদুল হক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন প্রফেসর ডাঃ নাসির উদ্দীন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ এ এস এম মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আবু সুফিয়ান, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার জামাল উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক হাজী আবুল বশর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য এরফানুর রহমান সুমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সোলায়মান, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক মাস্টার মহি উদ্দীন, কালিয়াইশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নবী হোসেন, বিশিষ্ট সমাজ সেবক কামাল উদ্দীন, নাজিম উদ্দীন, মোঃ শহীদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন, চট্টগ্রাম জর্জ কোর্টের এডভোকেট আতাউর রহমান, আলহাজ্ব আবুল কাশেম ফাউন্ডেশন এর চেয়ারম্যান লোকমান হাকিম, কালিয়াইশ ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রান হরি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবদুল আজিজ, বিশিষ্ট সমাজ সেবক গাজী মোঃ ফোরকান, ইলিয়াছ বাবুল, মাস্টার মনজুর কাদের, মাস্টার আবুল কাশেম, মাস্টার সিহাব উদ্দীন, বিশিষ্ট ব্যাংকার আবদুল মন্নান, বিশিষ্ট সমাজ সেবক লিয়াকত আলী, জাহিদ হোসেন সবুজ, বিগ নাজিম প্রমুখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত শোক সভায় উপস্থিত ছিলেন।