প্রখ্যাত আলেম আলহাজ্ব মুফতি মাওলানা আবদুছ সামাদ সিকদারের ইন্তেকাল

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর প্রখ্যাত আলেমেদ্বীন আলহাজ্ব মুফতি মাওলানা আবদুছ সামাদ সিকদার (৮১) নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৭.৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসংখ্য আলেম গড়ার কারিগর মুফতি মাওলানা আবদুছ সামাদ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন সুযোগ্য সাধক ও আলেমে দ্বীন। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য আলেমের ওস্তাদ ছিলেন মাওলানা মুফতি আব্দুস সমাদ। এ প্রবীণ আলেম অনেকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগ ছিলেন। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। হাজারো আলেমের ওস্তাদ মাওলানা মুফতি আবদুছ সামাদ সিকদার মৃত্যুকালে ৫ ছেলে ছয় মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী ছাত্র-শিক্ষক রেখে গেছেন। তিনি বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সসমাজসেবক অধ্যাপক নুরুল মোস্তফা সংগ্রামের পিতা।

বুধবার বিকাল ৫.৩০ মিনিটে গন্ডামারা নিজ বাড়ীতে নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আল্লাহ তাআলা ইলমে দ্বীনের এ প্রবীণ খাদেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

মন্তব্য করুন

Your email address will not be published.