রাস্তায় বিষপান করে দিনমজুরের মৃত্যু

চট্টগ্রামে আকবরশাহ থানার রেলওয়ে হাউজিং এলাকায় বিষপান করে রাস্তার পাশে পড়ে থাকা এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত দিনমজেুরের নাম সাইমুল ইসলাম (৩৫)। নিহত সাইমুল গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মৃত ছমির উদ্দীনের ছেলে। তিনি আকবরশাহ রেলওয়ে হাউজিং এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

রবিবার (২০ জুন) দুপুরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আকবরশাহ থানার এএসআই মোহাম্মদ জুবায়ের বলেন, বিষপান করে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেয়। ফোন পেয়ে আজ ‍দুপুর পৌনে ২টায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাই।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁসির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, আহতাবস্থায় পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসলে ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.