আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে চট্টগ্রাম নগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে বলে মন্তব্য করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রোববার ( ২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, নগরে প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলন আগামী ডিসেম্বরের মধ্যে করা হবে। তারপর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে চট্টগ্রাম নগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ হবে।
আগামী ডিসেম্বরে প্রতিটি জেলা পর্যায়ের সম্মেলন শেষ করার লক্ষ্য মাঠে নেমেছি। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা সম্মেলন করা হবে। তারপর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন করা হবে।
কখন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন করা হবে এমন প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর থেকে পুনরায় জাতীয় সম্মেলন করার জন্য জেলা ও নগর কমিটির সম্মেলনের প্রস্তুতি থাকে।
প্রতিটি ইউনিটের কোনো সমস্যা আছে কিনা তা জানার জন্য বৈঠক করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোন ইউনিটে কী সমস্যা জানার চেষ্টা করছি। সমস্যা থাকলে সেটার সমাধানও বৈঠকে করা হচ্ছে।