রাঙ্গুনিয়ায় দুই ভাইকে কুপিয়ে মারধর ও জখমের অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

রাঙ্গুনিয়ায় দুই ভাইকে মারধর ও কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (২১ জুন) মামলাটি দায়ের করেন তাঁদের ভাই আবদুল মজিদ। মামলায় তাঁদের প্রতিবেশী মো. কুসুমকে প্রধান করে ৮ জনকে বিবাদী করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০ জুন সকাল সাড়ে ৬ টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার
সৈয়দবাড়ি এলাকায় আবদুস সফুর তাঁদের বাড়ির পাশে নিজস্ব পুকুরে পানি নিষ্কাশনে
বাঁধ দিতে গেলে প্রতিবেশী মো. কুসুম , ফজল করিমসহ বেশ কয়েকজন পূর্ব শত্রুতার
জের ধরে সফুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। বাঁধা দিতে গিলে তাঁদের
ছোট ভাই আবদুল সোবহানকেও মেরে জখম করে। তাঁদের উদ্ধারে ভাই আবদুল মজিদ
এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর হওয়ায় আবদুস সফুর ও আবদুস সোবহানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বক্তব্য নিতে অভিযুক্ত মো. ফজল করিমের মুঠোফোনে যোগাযোগ করলে তাঁর স্ত্রী মো.
পারভিন বলেন , পূর্ব শত্রুতার কারনে তাঁর স্বামীকে প্রতিপক্ষরা মারধর করেছেন । তিনি
হাসপাতালে ভর্তি আছেন। তাঁরা কাউকে মারেননি।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন শাকিল বলেন, “ মারামারির
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জখম অবস্থায় দুজনকে পাওয়া যায়। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.