অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দীঘিনালা সেনা জোন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

 

খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দীঘিনালা সেনা জোন। বৃহস্পতিবার (২৪জুন) সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপজেলার মধ্য বোয়ালখালী গ্রামের মনসুর আলী ব্যাপারীর পুত্র মোঃ রাসেল’কে নতুন গৃহ নির্মাণের জন্য দীঘিনালা জোনের পক্ষ থেকে দুই বান নতুন টিন প্রদান করেন দীঘিনালা সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সিয়াম আহমেদ। এ সময় তিনি বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙ্গালীদের যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং পুনর্বাসনের কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। গৃহ নির্মাণের জন্য দুই বান নতুন টিন পেয়ে মোঃ রাসেল বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং পুনর্বাসনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমি কৃতজ্ঞ। আমি এ অনুদান পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত। প্রসঙ্গতঃ গত ২মে গভীর রাতে অগ্নিকান্ডে ভস্মীভূত হয় মোঃ রাসেল’র বসতঘর। বিষয়টি দীঘিনালা জোনের নজরে আসলে ক্ষতিগ্রস্ত পরিবারকে দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে এ সহযোগিতা প্রদান করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.