সাতকানিয়া প্রতিনিধি।
ফসলি জমির মাটি বিক্রি করার ঘটনাকে কেন্দ্র করে রীতিমত সংঘর্ষের রূপ নিচ্ছে সাতকানিয়ার কেঁওচিয়া।
গত ৩০শে জানুয়ারী (শুক্রবার)বিকালে উপজেলার কেওঁচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেমুহনী এলাকায় নয়াখালের মুখে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মাটি ব্যবসার এই রক্তাক্ত ঘটনায় আহত হন তেমুহনীর বাদশা মিয়ার ছেলে মোঃসাজজাদ(৩০)
ও সাত্তারের ছেলে মোঃহাসান, রিফাত।
জানাযায়,উপজেলার তেমুহনী এলাকায় স্থানীয় মাটি খেকো পারভেজ,সাইফু,নাজিম লিটন,আলম,সেলিমরা দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে ফসলি জমির উর্বর মাটি কেটে আসছিলো কিন্তু সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার মোঃআব্দুস সালাম চৌধুরী সেই মাটি খেকোদের বিরুদ্ধে অভিযানে জিরোটলারেন্স নীতি অব্যহত রাখলে,সেই মাটি খেকোর চক্ররা এই অভিযানে সাজজাদ ও রিফাতদের হাত রয়েছে এমন সন্দেহে, গত ৩০শে জানুয়ারী বিকেলে উপজেলার তেমুহনী এলাকার নয়াখালে সেই মাটি খেকোরা হামলা চালায় বলে জানা যায়।
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা এনামুল হক জানান,ইউএনও স্যারের অভিযানে সাজ্জাদদের যোগসাজেশ রয়েছে এমন সন্দেহে
নয়াখালের পাশের পুকুরে ফেলে এলোপাতাড়ী কুৃপিয়েছে পারভেজ বাহিনী।
এদিকে রিফাত আরো জানান,যারা আমাদের উপর হামলা চালিয়েছে তারা সবাই দূর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ইয়াবা সেবনকারী আমরা তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবো।
এদিকে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান,হ্যা এই সংঘর্ষের ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা হয়েছে।