ভারী বর্ষণে জালালাবাদ-পোকখালীর সংযোগ সেতুটি ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

ঈদগাঁও প্রতিনিধি

টানা প্রচন্ড বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ভেঙ্গে গেছে জালালাবাদ আর পোকখালী সংযোগ সেতুর মাঝের একটি অংশ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

১ জুলাই সকালে জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়া মনজুর মৌলভীর দোকান হয়ে পোকখালী সংযোগ সেতুটি ভেঙে যায়। এ সেতু দিয়ে দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় পনের হাজার লোকজন প্রতিনিয়ত যাতাযাত করে থাকে।

স্থানীয় যুবক মোর্শেদ জানান, ভারী বৃষ্টিতেই দুই ইউনিয়নের সংযোগ সেতুটি ঢলের পানির সাথে ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জালালাবাদ পূর্ব ফরাজী পাড়া মঞ্জুর মৌলভী দোকান সংলগ্ন ব্রীজ ভেঙে যায়। এলাকায় কিছু এমন জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। স্বেচ্ছাসেবীদের দুর্যোগ মোকাবেলা করার জন্য মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুত থাকার অনুরোধ ও জানিয়েছেন স্বপ্নবুনন নামের এক সামাজিক সংগঠন।

সেতুটির একটি অংশ ঢলের পানিতে ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্নসহ দুইজন আহত হওয়ার কথা জানালেন পোকখালী ছাত্রলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ হাসান।

জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.