ঈদগাঁও প্রতিনিধি
চকরিয়ার ডুলাহাজারায় বরশি নিয়ে মাছ ধরতে গিয়ে ঈদগাঁওর তিন সন্তানের জনকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্য মতে, ৪ই জুলাই সকাল থেকে বরশি নিয়ে ডুলাহাজারার বলতলি নামক স্থানের খালে মাছ ধরতে যান ঈদগাঁওর পশ্চিম ভাদীতলার মৃত আবদুল আজীজ (সদ্দার আজীজ)এর পূত্র নুর মোহাম্মদসহ বেশ কয়জন। ঐদিন সাড়ে ১২ টায় উক্ত খালে “ডালি” নেয় নুর মোহাম্মদকে।
পরদিন ৫ জুলাই সকাল ৯টার দিকে চট্রগ্রামের ডুবুরি দলের সহযোগিতায় খালে ডালি নেয়া নুর মোহাম্মদকে উদ্বার করা হয়। ১১টায় তাকে তার পশ্চিম ভাদীতলাস্থ নিজ বাড়ীতে আনা হয় বলে ঈদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড় মেম্বার বজলুর রশিদ জানিয়েছেন এ প্রতিবেদককে।
খবর পেয়ে ছুটে যান ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, ইউপি সদস্য বজলুর রশিদ ও ডুলাহাজারা ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় নুর মোহাম্মদকে খাল থেকে উদ্বার করে বাড়ীতে আনা হয়েছে।