বাশঁখালী প্রতিনিধি
দেশে করোনার টিকাদানের জোর প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। তারা টিকা আনার উদ্যোগের পাশাপাশি টিকা সংরক্ষণ এবং দেশব্যাপী টিকা বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে । এই প্রস্তুতির অংশ হিসেবে সারাদেশের ন্যায় কোভিড-১৯ টিকার শুভ উদ্বোধন আজ রবিবার সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত থেকে কোভিড-১৯ টিকার শুভ উদ্বোধন করেন, চট্টগ্রাম চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন,বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোঃ গালিব সাদলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তান, ওসি মোঃ সফিউল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুর রহমান মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামলী দাশ, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, অধ্যাপক তাজুল ইসলাম,এডভোকেট তোফাইল বিন হোসাইন,মোঃ হামিদ উল্লাহ,মাওলানা আক্তার হোসেন সহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারী বৃন্ধ প্রমূখ।