চট্টগ্রামে প্রথম টিকা নিলেন ব্যারিস্টার নওফেল

চট্টগ্রাম ব্যুরো

সারা দেশের মতো চট্টগ্রামেও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল টিকা নেওয়ার মাধ্যমে চট্টগ্রাম নগরের দুটি কেন্দ্র ও ১৪ উপজেলায় করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

রোববার বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় টিকা নেন নওফেল। শিক্ষা উপমন্ত্রীর টিকাগ্রহণের পর পর দায়িত্বশীল বেশ কয়েকজন কর্মকর্তা ও রাজনীতিক টিকা নেন।

এদিন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন, চমেক পরিচালক হুমায়ুন কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শাহরিয়ার কবির টিকা নেন।

বিষয়টি নিশ্চিত করে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরীতে ৬০ লাখ মানুষের বাস। আমাদের এক লাখ ৫৪ হাজার টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ চমেক হাসাপাতালে স্বাস্থ্যকর্মী ও ৫৫ বছরের বেশি বয়সী যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের টিকা দেওয়া হচ্ছে ।

মন্তব্য করুন

Your email address will not be published.