মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে দুস্থ ও অসহায় শীতার্তদেন মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ফেব্রুয়ারী) দুপুরে বাঁশখালী পৌরসভা কার্যালয়ে ইউনিয়ন ব্যাংকের এমডি এ.বি.এম মোকাম্মেল হক চৌধুরী আলালের নিজস্ব অর্থায়নে তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাঁশখালী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী উপস্থিত থেকে এসব কম্বল বিতরন করা হয়। ইউনিয়ন ব্যাংকের এমডি এ.বি.এম মোকাম্মেল হক চৌধুরী আলালের পক্ষ থেকে বিএনপি নেতা আশেক এলাহী সোহেলের তত্তবধানে এসময় বাঁশখালী পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রোজিনা সোলতানা রোজি, ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুজিনা আক্তার,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, কাউন্সিলর দিলীপ চক্রবর্তী, জমশেদ আলম,তপন বড়ুয়া,আব্দুর রহমন, আজগর হোসেনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।