একজন ডাক্তার বাঁচতে পারেনি সন্ত্রাসীর হাত থেকে

লোহাগাড়া প্রতিনিধি :

 

চট্রগ্রাম এর লোহাগাড়ার উপজেলা আমিরাবাদ মোটর স্টেশনে অবস্থিত জনপ্রিয় হাসপাতাল, সাউন্ড হেলথ হাসপাতালের, বিশিষ্ট ডা:  পারভেজ সাজ্জাদ যিনি একজন মানবতার সেবক হিসেবে বিরতীহীন ভাবে চিকিৎসা সেবা দিয়ে গেছেন।
করোনা মহামারীর শুরু থেকে জীবনের মায়া বিসর্জন দিয়ে শতভাগ ঝুঁকি নিয়ে নিজ কর্মস্থলে তিনি নিয়মিত সময় দিয়ে গেছেন।

কিন্তু আমিরাবাদ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: ফজল হক মাস্টারের ছেলে,, কুখ্যাত সন্ত্রাসী, মহিউদ্দিন মহিন, মো: জসিম উদ্দিন ও শাহাজান এলোপাতাড়ি ছুরির আঘাত করেন, ডাক্তার পারভেজ সাজ্জাদ ও তার ছোট মিনহাজ কে।

চট্টগ্রাম সংবাদ এর একটা টিম সাউন্ড হেলথ হাসপাতালে গিয়ে রোগীদের সাথে কথা বলেন, রোগীরা বলেন ডাক্তার পারভেজ সাজ্জাদ শান্তিপূর্ণ ডাক্তার হিসেবে লোহাগাড়ার মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার একজন মানুষ হিসেবে সর্বদাই সম্মানিত হচ্ছেন।

রোগীর স্বজনরা আরো বলেন
চারিদিকে যখন করোনার আতঙ্ক ঠিক সে সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে এসে আমাদের চিকিৎসা সেবা দিয়েছেন।

রোগীর স্বজনরা বলেন লোহাগড়া থানা ও উপজেলা প্রশাসনের কাছে আকুল আবেদন করে জানাচ্ছি যে ডাক্তার পারভেজ সাজ্জাদ কে সসম্মানে এনে রোগীদের সেবা নিশ্চিত করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।

মন্তব্য করুন

Your email address will not be published.