চট্টগ্রামের খুলশীতে পাহাড় ধস, অবরুদ্ধ তিনজন উদ্ধার 

নগরের খুলশী থানার বায়তুল আমান আবাসিক এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে পাহাড়ের নিচে থাকা দুইটি ঘর বিধ্বস্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় ঘটনাস্থলে অবরুদ্ধ থাকা এক নারী ও দুই পুরুষকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ওই এলাকার ২ নম্বর সড়কের শেষভাগে পাহাড়ধসের এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম আহসান ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে যায়। বর্তমানে আগ্রাবাদ ও নন্দনকানন থেকে দুইটি টিম ঘটনাস্থলে কাজ করছে। এখনো পর্যন্ত কোন হতাহত হয়নি। আশেপাশে ঝুঁকিপূর্ণ ঘর থেকে মানুষকে সড়িয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে।’

এদিকে জরুরি সেবা ৯৯৯- এ কল পেয়ে পাহাড়ধসের খবর পান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহিনুজ্জামান। তিনি বলেন, ‘জরুরি কল পেয়ে আমরা ঘটনাস্থলে যায়।  পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিই। ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে। দুইটি ঘরের উপর পাহাড়ের মাটি চাপা পড়ে। তবে কেউ আহত হয়নি।’

এদিকে শেষখবর পাওয়া পর্যন্ত জেলা প্রশাসকের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে এসেছেন। এসময় ঝুঁকিপূর্ণ ঘর থেকে মানুষদের সড়িয়ে নিতে মাইকিং করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.