সাতকানিয়ায় মিলল বিরল প্রজাতির মাছ   

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকায় মৌসুমী মৎস্য শিকারির জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে হাতিয়ারকুল এলাকার জয়নাল নামের এক ব্যক্তির জালে বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় ১০০ গ্রাম। মাছটি ধরা পড়ার পর থেকে সেটি দেখতে ভিড় করছে উৎসুক জনতা। মাছটি জয়নালের কাছ থেকে নিয়ে স্থানীয় মৎস্যচাষী জিয়াবুল পানি দিয়ে একটি বোতলে ভরে জীবিত রেখেছেন।

তবে প্রাণিবিদ্যা বিশেষজ্ঞরা বলছেন, এটি পরিবেশের জন্য ক্ষতিকর।

জানা যায়, মাছটির সারা শরীরে আছে ফোটা ফোটা ডোরাকাটা দাগ ও ছোট ছোট কাটা। পিঠের ওপরে ও দুই পাশে আছে আরও তিনটি বড় কাটা। মুখে রয়েছে ধারালো দাঁত। মাছটির নাম ‘সাকার ফিস’।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, মাছটি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এটি সাধারণ জাতের মাছ খেয়ে ফেলে। কার্যত এটি অ্যাকুরিয়াম ফিস। কিন্তু ইদানিং কোনো কোনো স্থানে এটি চাষ হওয়ার কথা শুনছি। আমরা মনে করি, সরকারিভাবে এটি চাষ নিষিদ্ধ করা উচিত।

মন্তব্য করুন

Your email address will not be published.