করোনা: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩৩ জন, মৃত্যু ১৫

 গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৩৩ জনের শরীরের করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩০ দশমিক ৫২ শতাংশ।

এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৫২১ জন। এদিন মৃত্যুবরণ করেছেন ১৫ জন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৫৭টি। নতুন আক্রান্তদের মধ্যে ৫১৯ জন মহানগর এলাকা এবং ৪১৪ জন উপজেলার বাসিন্দা।

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ রাঙ্গুনিয়া উপজেলায়, ৮০ জন। এছাড়া হাটহাজারী উপজেলায় ৭১ জন, রাউজান উপজেলায় ৬৯ জন, বোয়ালখালী  উপজেলায় ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ৩ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা করে ৯৩৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এতেই বুঝা যায়, টেস্ট বেশি হলে সংক্রমণের সংখ্যাও বাড়ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.