সাতকানিয়ায় অবৈধভাবে মাটি খেকোদের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতিতে উপজেলা প্রশাসন!

 

আজিম উদ্দীন সাতকানিয়া থেকে

সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-বশিরুল ইসলাম মাটি কাটার অভিযোগ পাওয়ার সাথে সাথেই,

 

বৃহস্পতিবার, ১৮ই ফেব্রুয়ারী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার আওতাধীন বেশ কয়েকটি জায়গায়।

জানাযায়, সাতকানিয়ার তেমোহনী এলাকায়, জমির মালিক এলাকায় না থাকায় তার জমি থেকে জোর করে টপসয়েল কাটার অভিযোগ পেয়ে তেমুহনী বৈদ‍্যর বাড়ির পূর্ব পাশে সাইক্লোন সেন্টােরের প্বার্শবর্তী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাটি কাটায় ব‍্যবহৃত একটি এক্সকাভেটরকে ব্যাবহার অনুপযোগী করে সাতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।

এছাড়া আরো দুই জায়গায় অভিযান পরিচালনা করা হয়। তার মধ্যে অভিযোগকারী যথাযথ সঠিক তথ্য না দেওয়ায় অভিযান ফলপ্রসূ হয়নি।

অপর দিকে চিববাড়ি আব্দুল মোতালেব কলেজের পূর্বপ্বার্শে একটি ডেম্পার ও একটি এক্সকাভেটর চলাচল অনুপযোগী করে সতর্কতা জারি করেন। তিনি আরো বলেন এই অভিযান অব্যাহত থাকবে।

পরিশেষে তিনি সর্বসাধারণের জ্ঞাতার্থে যে কোন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য উপজেলা প্রশাসন সাতকানিয়ার বরাবর সঠিক তথ্য দিয়ে সাহায্য করার অনুরোধ করেন এবং পাশাপাশি তিনি অভিযানে সর্বাত্মক সহায়তা করার জন‍্য সাতকানিয়া থানা প্রশাসনের প্রশংসা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.