আনোয়ারা-বোয়ালখালী ও চন্দনাইশে নির্বাচনী মাঠে ১৭ ম্যাজিস্ট্রেট

আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশের ২৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবার (৫ জানুয়ারি )। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে থাকবে জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

তিনি বলেন, আগামীকাল (৫ জানুয়ারি) আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশের ২৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন। এছাড়াও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রিপোর্ট করবেন।

জানা গেছে, ২৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বোয়ালখালী উপজেলায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জিসান বিন মাজেদ, মামনুন আহমেদ অনিক, মো. রাজীব হোসেন, আবু রায়হান, এসএমএন জামিউল হিকমা দায়িত্ব পালন করবেন।

আনোয়ারা উপজেলায় ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা, রাজিব চৌধুরী, শিরিণ আক্তার, মোহাম্মদ আল আমিন সরকার, মোহাম্মদ আতিকুর রহমান ও সুবল চাকমা।

চন্দনাইশ উপজেলায় ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আশরাফুল হাসান, নাইমা ইসলাম, মিল্টন বিশ্বাস, সজীব কান্তি রুদ্র, আশরাফুল আলম, মো. মাসুদ রানা দায়িত্ব পালন করবেন।

আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশের ২৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২২০টি ভোটকেন্দ্রের ১ হাজার ১২৭টি বুথে ভোট গ্রহণ করা হবে। সবমিলিয়ে ভোটার রয়েছেন ৪ লাখ ৮ হাজার ২৮৩ জন।

মন্তব্য করুন

Your email address will not be published.