গোয়ালন্দে ১৭ কেজি গাজা উদ্ধার

গোয়ালন্দ প্রতিনিধি

গোয়ালন্দে আবুল বাশারের বাড়ি থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা যায় ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার রাত ১০ টার দিকে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নের্তৃত্ব গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বদিউজ্জামান পাড়ার ১ নং আসামীর নিজ দখলীয় পূর্ব দুয়ারী পাচ কক্ষ বিশিষ্ট বসত ঘরের পশ্চিম পার্শ্বের কক্ষে একটি প্লাস্টিক বস্তার ভিতর ১০(দশ) কেজি গাজা অপর একটি প্লাস্টিক বস্তার ভিতর ০৭(সাত) কেজি গাজা সর্বমোট ১৭ কেজি গাজা উদ্ধার করা হয়।

১৭ কেজি গাঁজা উদ্ধার মামলার প্রধান আসামি গোয়ালন্দ পৌরসভা এলাকার ৯ নং ওয়ার্ডের বদিউজ্জামান পাড়ার আবুল বাশারের ছেলে মোঃ রকিবুজ্জামান(৩১), এবং ২ নং আসামি একই এলাকার আয়নাল ফকিরের ছেলে সাদ্দাম ফকির (৩০)।
দুই জন আসামি সুকৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামতের মূল্য আনুমানিক ৬,৮০,০০০ টাকা।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমেদ জানান,
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।

মন্তব্য করুন

Your email address will not be published.