ঈদগাঁওতে ৮৫টি পাসপোর্টসহ প্রতারক আটক

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে অভিযান চালিয়ে পাসপোর্ট, সীলমোহর, স্টাম্প প্যাড ও ব্যাংকের চেকসহ আবদুল জলিল নামে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‍্যাব-১৫।

এই সময় তার কাছ থেকে ৮৫টি পাসপোর্ট, ৯টি সীলমোহর,২টি স্টাম্প প্যাড, ৩টি ব্যাংক চেক ও নগদ টাকা উদ্ধার করেছেন র্যাব। আটককৃত যুবক পোকখালী ইছাখালীর আবদুল জব্বারের ছেলে।

২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঈদগাঁও বাজারের বাঁশ ঘাটা সড়কের মোক্তার মার্কেট প্লাজার দ্বিতীয় তলায় ‘সাউথ ওভারসীজ’ নামক প্রতিষ্ঠানে র‍্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল উদ্ধার করে।

র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো: বিল্লাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

আটক জলিল ও পলাতক নজির হোসেন ভূট্টো পরস্পর যোগ সাজশ করে এনআইডি তৈরী, পাসপোর্ট, সীলমোহর ইত্যাদি নিয়ে মানুষের সাথে প্রতারণা করত। আটক আবদুল জলিলকে ঈদগাহ থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.