আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ১ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

আনোয়ারা প্রতিনিধি

বিএসটিআই অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি দায়ে নিউ ঢাকা বেকারী নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার ও মিনারেল পানি সাপ্লাইয়ার কুল ড্রিংকিং ওয়াটারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত। সোমবার (৮ মার্চ) বিকালে উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকার ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, বিএসটিআই অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরী করছিলো খাবার। অন্যদিকে মিনারেল পানির সাপ্লাইয়ার কুল ড্রিংকিং ওয়াটার নামে এ প্রতিষ্ঠানে ড্রিংকিং ওয়াটার বিএসটিআই এর বাধ্যতামূলক লাইসেন্স গ্রহণ করেনি। এমনকি নেই কোনো লেভেল। অনুমতি ছাড়াই করে উৎপাদন, বিক্রয় এবং বিতরণ করায় এ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই। এসময়ে বিএসটিআই কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.