নিজস্ব প্রতিবেদক
সোমবার (৮ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকার মেসার্স খাজা ব্রিকস ম্যানু., দক্ষিণ ঢেমশার মেসার্স গাউছিয়া ব্রিকস ম্যানু., ডেমশার ফোর স্টার ব্রিকস ম্যানু. ও ফোর স্টার ব্রিকস ইটভাটার চিমনী ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় নষ্ট করা হয় কাচাঁ ইট।
আরো পড়ুন
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরু উল্লাহ্ নুরী। সার্বিক সহোযোগীয়তায় ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এসময় উপস্থিত ছিলেন পরিদর্শক নুর হাসান সজিব এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরু উল্লাহ্ নুরী বলেন, পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এনফোর্সমেন্ট আইনের ধারায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানকালে ফোরর স্টার নামে একটি ইটভাটা পুনরায় চালুর করাতে ওই ইটভাটা পুনরায় ভেঙ্গে দেওয়া হয়। কারণ এর আগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইতিপূর্বে ভেঙে দেয়া হয়েছিল ইটভাটাটি। এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। অভিযান পরিচালনার সময় র্যার্ব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সহোযোগীতা করেন