সাতকানিয়ায়- সেপ্টেম্বর মাসেই ৭৮লক্ষ টাকার মাদক উদ্ধার করে আবারো বাজিঁমাতে থানা পুলিশ

চট্টগ্রামের সাতকানিয়া থানা-

 

সৈয়দ আককাস উদদীন- সাতকানিয়া

মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি দেখিয়ে প্রতিদিনই চমক দেখাচ্ছে সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমানও ওসি তারেক হান্নানের নেতৃত্বের চৌকস টীম।

 

এই বছরের গেল সেপ্টেম্বর মাসেই  ৭৮লক্ষ টাকার মাদক উদ্ধার করে আবারো বাজিঁমাতে সাতকানিয়া থানা পুলিশ।

শনিবার (১ই অক্টোবর) সকালে সাতকানিয়া থানার গত সেপ্টেম্বর মাসের মাদকের ষ্টেটমেন্ট পর্যালোচনা করে এই তথ্য পাওয়া যায়।

সাতকানিয়া থানার মাদকের মাসিক হিসাবে দেখা গেল সমগ্র সাতকানিয়ার বিভিন্ন বিষয়ে থানায় মোট জিআর মামলা রেকর্ড হয় ৪২টি তৎমধ্যে মাদকই ১৮টি।

এই বিষয়ে সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন- আসলেই এটা খুশির সংবাদ যে সবার সহযোগিতায় আমরা ধীরে-ধীরে কাংখিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছি এতে সবার সহযোগিতা আরো বেশী কাম্য।

এদিকে সাতকানিয়া থানার ওসি তারেক হান্নান বলেন-আমাদের এসপি স্যার মাদকও অন্যান্য অপরাধের বিষয়ে জিরোটলারেন্স নীতি অবলম্বন করার নির্দেশনা দিয়েছেন,
আমরা সেই ভাবেই আগাচ্ছি বলেই মাদক সেক্টরে আমরা কারবারিদের নিয়ন্ত্রনে রাখতে পারছি,ইনশাআল্লাহ ভবিষ্যতে পারব আপনারা সাথে থাকলে।

সাতকানিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন-সবার সহযোগিতা নিয়ে সাতকানিয়ায় মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হলো তা চলমান থাকবে এতে আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই।

 

মন্তব্য করুন

Your email address will not be published.