বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধা নারী নিহত

বাঁশখালী প্রতিনিধি 

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে নুর আয়েশা (৫৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে নিজের বাগান থেকে লেবু আনতে গিয়ে বন্য হাতির আক্রমণে তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহত নুর আয়েশা বাঁশখালী পৌরসভার উত্তর জলদী দীঘির পাড় ৬ নম্বর ওয়ার্ড এলাকার মুহাম্মদ ফেরদৌস আলীর স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে জলদী অভরন্য রেইঞ্জকর্মকর্তা ও ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, শুক্রবার সকালে নিজের লেবু বাগান থেকে লেবু আনতে যাওয়ার পথে লোকালয় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে নুর আয়েশা নামের বৃদ্ধা ঘটনাস্থলে নিহত হয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মু. সাইদুজ্জামান চৌধুরী নিহত নুর আয়েশার দাফন কাজ সম্পন্ন করার জন্য প্রাথমিকভাবে নিহতের পরিবারকে নগদে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। পরবর্তীতে নিহতের পরিবারকে সরকারীভাবে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.