করোনায় আক্রান্ত হয়ে শিল্পপতি ও সমাজসেবক, তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেএমএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ আলীর (রাতুল) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টা ৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
আজ (শুক্রবার) বাদ জুমা জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ গরীবুল্লাহ শাহ (রঃ) কবরস্থানে দাফন করা হবে।
জানা গেছে, করোনা আক্রান্ত হওয়ার পর গত শুক্রবার তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
এদিকে শিল্পপতি মাহমুদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিজিএমই’র সদ্যবিদায়ী প্রথম সহ-সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম।